গুরুদেব
**********


সোনার কলমে লিখলে নতুন ধারা
বাংলা সাহিত্যে তুমি এক ধ্রুবতারা
নতজানু হয়ে করছি তোমাকে স্মরণ
হৃদয় জুড়ে পেতেছি তোমার আসন
রবি ঠাকুরকে গুরুদেব মেনেছি মোরা।


           ******


পঁচিশে বৈশাখ
***********


জাতীয় সংগীত তোমার অমর সৃষ্টি
সাহিত্যে তোমার লক্ষ্য যোজন দৃষ্টি
বাঙালি হয়েই গর্বে ভরে বুক  
নোবেল জয়ে ভারতকে দিয়েছ সুখ
পঁচিশে বৈশাখ আসুক তুমুল বৃষ্টি।


           ******


রচনাকাল - পঁচিশে বৈশাখ ১৪২৮