দুদণ্ড জিরিয়ে নেব ভাবছি সেই কবে থেকে
কিন্তু জিরিয়ে নেবার সময় হল কই –
পদাতিক সৈন্যের মত চলছি তো চলছিই ...


ঘোড়ার ক্ষুরের শব্দে জেগে ওঠে ভোর
বেঁচে থাকার লড়াইটা যুগ যুগ ধরে চলছে
শরীরের কঙ্কাল থেকে খসে পড়ছে সভ্যতার রঙ।


মাঝে মাঝে ইচ্ছে করে পাখির মত হাওয়ায় ভাসতে
সেই কবে যে হেসেছি মনে পড়ে না –
মরা রোদ্দুরের ছায়া সারা শরীর জুড়ে।


অনেক রাত্তিরে যখন বাড়ি ফিরি চাঁদ ডুবে যায়
রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করে তেড়ে আসে
নিশুতি রাত বুকে জড়িয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি।


জলপ্রপাতের শব্দটা যেন মনে হয় জলতরঙ্গের ধ্বনি
অপূর্ব মধুর ঝংকারে শরীর জুড়িয়ে যায় –
জীবন থেকে ক্রমশ উবে যাচ্ছে মেঘ বৃষ্টি রোদ্দুর!


     ********


রচনাকাল – ২১/০১/২০২১