বাঁচার রাস্তা হয়েছে বন্ধ
চোখ থেকেও হয়েছি অন্ধ
দুমুঠো অন্ন জোটানো দায়
মোদের কান্না শুকিয়ে যায়।


অন্ধ আবেগে ভেসেছি মোরা
প্রতিশ্রুতি আজও তাই অধরা
বুকের পাঁজরে ধরেছে ঘুণ
পাইনা শুনতে মধুর ধুন।


অবজ্ঞা অবহেলায় জীবন নষ্ট
দিনে দিনে বাড়ছে কষ্ট
রাত জোনাকি ঘুমিয়ে পড়ে
অভাবী মানুষ কেঁদেই মরে।


আর কতদিন চলবে এভাবে
মোদের কথা কেবা শুনবে
ভোরের আকাশে আলো খুঁজি
নেইতো মোদের একটুও পুঁজি।


আঁধার ঘরে জ্বলেনা আলো
সব্বাই বলছে, হবেই ভালো
ঈশ্বর নাকি সদাই পাশে
পশু পাখি নদী হাসে।


মানুষ কবে হাসবে জানিনা
প্রতিশ্রুতির কথা বিশ্বাস করিনা
মানুষের ছোঁয়ায় বাঁচে মানুষ
কোনো মানুষই হবেনা ফানুস।


   *****


রচনাকাল – ২০/০১/২০২১