হারিয়ে গেছে পাখির দেশ
হারিয়ে গেছে রঙ
দূর নীলিমায় লিখছি চিঠি
সাজছি সবাই সঙ।


পাখির পায়ে শিকল বেঁধে
গাইছি খুশির গান
পাখির দুঃখ কেউ বোঝে না
মেঘেরা পেতেছে কান।


আকাশ থেকে নামিয়ে আনি
মেঘের সাথে পাখি
নতুন ফাঁদে পড়বে ধরা
দুঃখ কোথায় রাখি!


মুক্ত আকাশ পাখির জন্য
ডানাতে মুক্তি চায়
মানুষ কেন বন্দী করে
কে নেবে তার দায়!


পাখির চাই বিশাল আকাশ
মানুষের নেই মুক্তি
পাপের দায় নিতেই হবে
যতই দেখাও যুক্তি।


        *****


রচনাকাল ‌- ০৩/০৩/২০২২