হারিয়ে গেছে পালকির গান
কোথায় গেল বাহক
অন লাইনে করছে বুকিং
পাচ্ছে গাড়ি গ্রাহক।


বিয়ে বাড়ির পালকি এখন
দেখবে যাদু ঘরে
ট্রাম লাইনটা পাবে না খুঁজে
গড়ের মাঠের ধারে।


পালকি বাহক হারিয়ে গেছে
মধুর তাদের ডাক
হুন হুনা রে হুন হুনা
যোজন মাইল ফাঁক!


নব বধূ পালকি চড়ে
যাচ্ছে শ্বশুর ঘর
লাজুক আঁখি রাঙা চরণ
সামনে বসে বর।


পালটে যাচ্ছে যুগের হাওয়া
পালকিতে ধরেছে জং
স্মৃতির পাতায় সোনালী অতীত
সভ্যরা বলছে – সঙ!


   ****


রচনাকাল – ২৬/১০/২০২১