ভেবে ছিলাম পালা বদল হবে -
কিন্তু কিছুই পরিবর্তন হয় নি এক জীবনে
প্রদীপ শিখার মতো আলো আঁধারি খেলাঘর।


ছিন্নমূল মানুষের মতো লড়াকু অস্তিত্ব
টগটগ করে ঘোড়ার মতো ছুটবো ভেবে ছিলাম
কিন্তু ছোটা হয় নি, ল্যাংড়া মানুষের মতো  খুঁড়িয়ে খুঁড়িয়ে কেটে গেল জীবন।


জোনাকির নিঃশ্বাসে মিশে যাচ্ছে পালা বদলের ইতিহাস
অনাহূত অতিথির মতো এই পৃথিবীতে আসা আর যাওয়া
চাঁদের আলোর মরমী উত্তাপ হৃদয় ছুঁয়ে যায়।


ঈগল পাখির ডানা ছুঁয়ে বিকেল গড়িয়ে নামছে রাতের অন্ধকার
হৃদয়ের বালুচরে লুকিয়ে কাঁদে মরা জ্যোৎস্নার আলো
পালা বদলটা হলে ভালোই হতো, রামধনুর রঙের মতো জীবনটাও রঙিন হতো।


ঠোঁটের কোণে এখনও লেগে আছে জমাট বাঁধা রক্ত
পালা বদল হল, কিন্তু রক্তের দাগটা আজও থেকে গেল
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে দু'চোখের পাতা।


            ********


১৮ নভেম্বর ২০২২