ফুটো নৌকাতে কতক্ষণ চালাবে হাল
তলা দিয়ে ঢুকছে হু হু করে জল –
বাঁচাতে পারবে কী নিজেকে
কিংবা নৌকার সব যাত্রদের!


সামাল সামাল উঠেছে রব
কান্নার চিৎকার ভেসে আসছে নৌকা থেকে
দৃঢ় সংকল্পে টেনে যাচ্ছো হাল
তোমার মুখ চেয়ে করুণ আর্তি করছে।


জীবনটাও এমনি এক পালতোলা নৌকা
অভাবটা তাড়া করে বেড়াচ্ছে –
নৌকার যাত্রীদের মত সব্বাই বাঁচতে চায়
নৌকাটা যেন একটা পরিবার।


আকাশের দিকে তাকিয়ে সব্বাই ভগবানকে ডাকছে
দু’মুঠো ভাতের জন্যে হাহাকার -
কিংবা মাঝ দরিয়ায় ডুবন্ত নৌকার যাত্রীদের চিৎকার
সবই যেন মিলেমিশে একেকার।


     *****


রচনাকাল - ১৯/০১/২০২১