সহজ সরল পল্লী জীবন
আছে দুঃখ কষ্ট
তবুও তাদের মুখের হাসি
আজও হয়নি নষ্ট।


সবুজ বনানী হাওয়ায় দোলে
খুলছে হৃদয় দ্বার
ঘাসের গন্ধ বাউলের সুর
কোথায়ও পাবে না আর।


পল্লী জননী দু'হাত ভরে
দেবে মানুষের অন্ন
বিলাসী জীবন নাইবা হল
কষ্টটা হবে নগণ্য।


প্রকৃতির বুকে ঘুমায় মানুষ
সবুজই দেবে প্রাণ
পল্লী গ্রামের সরল মানুষ
এও প্রকৃতির দান।


শহুরে জীবনে আছে বৈভব
বহুতলে করে বাস
সুখের কাব্যে অলীক কষ্ট
জীবন করে হাঁসফাঁস।


      *******


রচনাকাল  - ২৯|০৬|২০২২