ভাঙাচোরা দেওয়ালের মত মনটাও গেছে ভেঙে
দেওয়াল থেকে খসে পড়ছে চুন বালি সিমেন্ট
শরীরের ভেতরটাও দেখা যাচ্ছে স্বচ্ছ জলের মত
কঙ্কাল শরীরে হাড় ক’খানাই সম্বল ...


জলের অভাবে যেমন গাছের শরীর হয়ে ওঠে
তেমনি সত্যি জীবনের কথা মোটেও মিথ্যে নয়
হরপ্পা সভ্যতার মত মনুষ্য জীবনে কোনো ইতহাসের গল্প নেই
কান্নার পরতে পরতে লুকিয়ে দুঃখের করুণ বর্ণমালা।


রংচঙে জীবনের মোড়ক থেকে বেরিয়ে এসে দেখো
জীবন কত নিষ্ঠুর, কঠিন বাস্তবে ভরা –
কৃষ্ণচূড়ার শাখায় শাখায় যখন লালে লাল হয়ে ওঠে
মানুষ তখনও সুন্দর জীবনের রঙ খুঁজে পায় না।


বোবা কান্নায় ভরে ওঠে মনুষ্য জীবনের অলিগলি
অসহায় মানুষের হাহাকার রাতের অন্ধকারে বিলীন হয়ে যায়
পালতোলা নৌকার মত কেন মানুষ বাঁচতে পারে না
তাদের একটু হাসির মধ্যেও লুকিয়ে থাকে শতকোটি কান্নার ঢেউ।।


            ******


রচনাকাল - ২০/০৭/২০২০