পাঁচ মিশেলি রোদ
************


ঠোঁটে তোমার পাঁচ মিশেলি রোদ
গভীর খাদ জেনেও নেবে শোধ!


নদীর জলে নাইতে গেছে নারী
শরীরে জড়িয়ে নরম ভেজা শাড়ি।


বিধির বিধান খন্ডাবে কোন জন
কুমারী শরীরে কোরো না কঠিন পণ।


বসন্ত দিন দিয়েছে গোপন সৌরভ
নারী জানে কোথায় তাদের গৌরব!


মুগ্ধ নয়ন বারেক ফিরে চায়
মন যমুনার খবর ক'জন পায়।


হৃদয়ে লেখা ভালোবাসার কথা
সুজন বন্ধু বুঝবে সকল ব্যথা!


         ********


রঙচটা দেওয়াল
************


সোজা পথ বেঁকে যায় নীরবে
বাঁকা পথ দু'ভাগ হয় অভাবে।


মন যদি ভেঙে যায় কখনো
জুড়বে কী মন আর কখনো।


নদী পথে পলি জমে এখনও
ভালোবাসা মরে নাতো কখনও।


সবুজের মাঝে আছে প্রাণের হদিস
গাছ কেটে তোরা কেন আজও মরিস।


রঙচটা দেওয়ালে করিস না রঙ
সারাটা জীবন দেখাবি কত সঙ!


            *******