কবিতা  -  শঙ্খচিলের ডানা
********************


দু'চোখে ছিল স্বপ্নের রঙিন বসন্ত
ভাঙা ভাঙা স্বপ্নগুলো জুড়ে দিয়েছি অন্তরে
রামধনুর মতো তৈরি করেছি মায়াময় আবেশ
ভালবাসার ইমারতে লিখেছি এক মহাকাব্য।


শঙ্খচিলের ডানায় পড়েছে ভোরের আলো
স্বপ্নের বসন্ত উৎসবে সামিল লক্ষ শঙ্খচিল
ডানার উপর শুয়ে আছে ভালবাসার নারী
তার অধরে আজও খেলা করে সোহাগের রোদ।


পাথরের বুকে মাঝে মধ্যে জেগে ওঠে প্রাণের স্পন্দন
সেই ছোট্ট গাছও বাঁচতে চায় বসন্তের প্রতিক্ষায়
প্রাণহীন ভালবাসার মূল্য কী আছে জীবনে
রঙিন স্বপ্নের মধ্যেও মানুষ খুঁজে বেড়ায় বসন্তের ছোঁয়া।


হৃদয়ের অলিন্দে লুকিয়ে এক বুক ভালবাসা
জীবনটা রঙিন হয়ে থাকে সেই সোহাগ নিয়ে
ভালবাসার জন্যে মানুষ সব বিলিয়ে দিতে  পারে
তাই ভাঙা স্বপ্নগুলো সব সময় জুড়তে চায় প্রেমিক মানুষ।


                *********


রচনাকাল  -  ২০|০৫|২০২০


*******************
      কবিতা  -  পঙ্গপাল
*******************


দমকা হাওয়ায় চুষে নিচ্ছে চাষির বুকের রক্ত
সারা মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে লক্ষ কোটি পঙ্গপাল
ফসলের বুক চিরে খেয়ে ফেলছে শস্যদানা।


এক রাজ্য থেকে আর এক রাজ্যে ছুটে বেড়াচ্ছে
চোখের পলকে নিঃশেষ হাজার হাজার মানুষের অন্ন
হঠাৎ কোথা থেকে হাজির কোটি কোটি পঙ্গপাল।


মানুষের জীবন থেকে এমনি উবে গেছে সুখের ভাষা
তার উপর বাড়তি উপদ্রব এই পঙ্গপালের দল
প্রকৃতির চোখ রাঙানি উপেক্ষা করে দাপিয়ে বেড়াচ্ছে ওরা।


নিদ্রাহীন পাহারা দেয় কৃষক শ্রমজীবী মানুষ
অনাহারে অর্ধাহারে মরতে বসেছে সমাজের একটা শ্রেণী
পঙ্গপালের দল যেন মানুষের থেকেও বেশি ক্ষুধার্ত।


কীটনাশক ছড়িয়ে দিচ্ছে দেশের সরকার
তবুও এদের নিধন করা সম্ভব হচ্ছে না
মুহুর্তে ওরা উড়ে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।


               ***********


রচনাকাল  // ৩১-০৫-২০২০