বাঁচা মরা দেখেন যিনি তিনিই হলেন ঈশ্বর
তবু কেন এতো অহং শরীর জেনো নশ্বর!


চোখ রাঙয়ে বলছে মানুষ হাতের মুঠোয় ক্ষমতা
চিতার আগুনে সবই ছাই উপরে হাসেন বিধাতা।


নরকের কীট মনুষ্য জীব অহং কেন এতো
রইবে পড়ে সবই তোর যা কিছু ছিল যতো।


আকাশ ভরা সূর্য তারা উঠবে পূর্ণিমা চাঁদ
মরলে হবে সবই ফাঁকা যতই পাতিস ফাঁদ।


নিয়ম মেনেই জোয়ারভাটা প্রকৃতির একি খেলা
নগণ্য মানুষ যাবে ফুরিয়ে সাঙ্গ হবে বেলা।


জনম জনম লোভী মানুষ স্বর্গ ছুঁতে চায়
পাপী মানুষ পাপের বোঝার নিতেই হবে দায়।


          *****