দেশ স্বাধীন সেই আনন্দে সব্বাই মশগুল
স্বাধীনতার এতোগুলো বছর পেরিয়েও সত্যিই কি আমরা স্বাধীন
সুখী জীবনের পরতে পরতে কান্নার উপনিবেশ লুকিয়ে।


স্বাধীনতা শব্দের অর্থ আমরা ক'জন বুঝি
পরাধীনতার শৃঙ্খল থেকে যারা দেশকে উদ্ধার করেছে
তাঁরা ছাড়া আর কে বুঝবে স্বাধীনতার মানে।


সীমান্তের মেঘে লুকিয়ে আছে সভ্যতার কঙ্কাল
বুক উঁচিয়ে বলছি আমরা স্বাধীন -
কিন্তু সময় চুরি হয়ে যায় সময়ের অগচরে।


কোথায় আছে স্বাধীনতা, সর্বত্রই পরাধীনতার শৃঙ্খল
স্বাধীন ভাবে হাসার অধিকারও যেন হারিয়ে গেছে
মানুষ্য বোধ বিলীন হচ্ছে মানুষের হৃদয় থেকে।


নতুন সূর্যের দেশ খুঁজে বেড়াই আমরা সব্বাই
স্বাধীন দেশে বাস করেও পরাধীনতার গ্লানিতে ডুবে আছি কেন
কেন বিজয় পতাকা উড়িয়ে আজও হাসি মুখে বলতে পারি না 'বন্দে মাতরম'।


           ***********