রোদ মেখেছে শিউলি ফুল
জীবন কাব্যে অনেক ভুল
হিসেব খাতা শূন্য আজও
যতই ছেঁড় মাথার চুল।


একটা নদী একটা জীবন
ঢেউ আছে তার লক্ষগুণ
জীবন মানে অঙ্ক কষা
ভুলেও কখন করোনা খুন।


হিমেল বাতাস শরৎ আকাশ
মেঘের এখন সময় বিদায়
কাশফুল সব দুলছে হাওয়ায়
মা দুর্গার মনটা সদয়।


ভালোবাসার পরাগরেণু
ফুটল কখন আনমনে
ওষ্ঠে ছোঁয়া লাগল দোলা
হৃদয় এখন সুর গোনে।


শিউলি ফুল শিউলি ফুল
ভালোবাসার প্রথম ফুল
হিসেব খাতা হোকনা ভুল
রোদ মেখেছে শিউলি ফুল ।।


      *****