আনন্দের পর বিষাদ কিংবা বিসর্জন
কান্নাগুলো পরজীবী উদ্ভিদের মত বেঁচে আছে
শারদীয়া দীপাবলি আসবে যাবে আজীবন
এমন মানুষ ক’জন আছে কান্না মুছে টেনে নেবে কাছে!


ভুখা মানুষ আর কতকাল থাকবে নিরন্ন
সভ্যতার মুখে চুনকালি মাখাচ্ছে অ-সভ্য মানুষের অস্ত্র
দীপাবলিতে ঢেকে যায় মুখোশের বিজ্ঞাপনে
গোধূলি আলোতে আজও মানুষ খুঁজে বেড়ায় তাদের বস্ত্র!


সব পুজো শেষ  -
গঙ্গার ঘাটে ঘাটে পড়ে আছে দেবতার কঙ্কাল
ঢাকির দল ফিরে গেছে তাদের অভাবী আস্তানায়
বসন্তের বিবর্ণ আলোর হাত ধরে নামছে গোধূলি।


পরজীবী জীবনে উচ্ছাসের রঙ নেই
বিষাদ মেঘে ঢেকে গেছে জীবনের গল্প
মরা নদীর খাদে আটকে আছে বাঁকা চাঁদ
হৃদয় জোছনার আলো হারিয়ে গেছে মরা নদীর খাদে।


        ******


৩১|১০|২০২২