মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছি জীবনটা ভোর
তবুও বাঁচিয়ে রেখেছে দয়াল ঈশ্বর
সব্বাই যখন দেখছি সাফল্যের শীর্ষে
আমি তখন হাতড়ে চলেছি কোন কিছু ধরে বাঁচার জন্যে।


মরণও হয় না, এত কষ্ট করে বেঁচে কী লাভ
অন্যের সাফল্য দেখলে হিংসে হয় না, নিজেই কষ্ট পাই
আকাশ ছুঁতে চাইনি কখনও তবুও হেরেছি বারংবার
কেন এই পরাজয় নিজেই খুঁজে বেড়াই তারই উত্তর।


চারদিকে এত জল তবুও কূলের সন্ধান করি
যদি কখনও একটুখানি হলেও খুঁজে পাই সমুদ্র কিনারা
বুকের জমা কষ্টগুলো ক্রমশ চেপে বসছে পাথরের মত
মাঝে মাঝে বুকের ভেতরটা বড্ড চিনচিন করে ওঠে।


হঠাৎ ঘুম ভেঙে যায়, দেখি এখন মাঝ রাত্তির
ছেঁড়া বিছানায় শুয়ে এরকম স্বপ্ন প্রায়ই দেখি
তবে স্বপ্নটা পুরোপুরি মিথ্যেও নয় –
কিছুটা হলেও বাস্তব সত্যের হাত ধরে হেঁটে চলি সারা রাত্তির।


         *******