অন্ধ মানুষ আকাশ খোঁজে
দু'চোখে নেই তো আলো
বিশ্ব ভুবন দেখার আশায়
প্রদীপের শিখা জ্বালো।
ঝড়ের সাথে যুদ্ধ করে
কেউ পায় নি পার
অন্ধ মানুষ আলোর খোঁজে
করবে ভুবন ধার!
পাথর যদি কথা বলে
মানুষ পাবে ভয়
সেই পাথরও কখনো কখনো
পরশপাথর হয়।
অন্ধ জন্ম অবহেলিত সুখ
জোনাক জ্বলা রাত
ঐ আলোতে কাব্য লিখে
অন্ধরা খায় ভাত।
পরশপাথর ছুঁলেই নাকি
সবকিছু হয় সোনা
দু'চোখ জুড়ে রামধনু রঙ
স্বপ্নের দিন গোনা।
******
রচনাকাল -
৭ই জুন ২০২৫