চোখ থেকে মুছে গেছে দুঃখের রোদ
মানুষ ভুলেছে বিবেকের বোধ
ক্রমশ গলছে মনের গোপন সম্পদ
দুঃখের রোদে লেখা হয় ভালোবাসার গান।


উপোসী চাঁদে গ্রহণের ভয় নেই
ও জানে মরণ তো এমনিই হবে
তবে গিলে খাক আমার দেহের কলঙ্ক
দুঃখী মেয়েটা চাঁদকে দেখে ভাবে নিজের কথা।


বিষণ্ণ  বিকেল অত পেতে শুনছে কান্না
সূর্যমুখী ক্রমশ হেলে পড়ছে পশ্চিম আকাশে
কৃষ্ণচূড়ার শাখায় শাখায় রঙের বাহার
দুঃখগুলো পুড়ছে গোধূলি সন্ধ্যার আলোতে।


পরিযায়ী মন উদাসী হাওয়ায় ভাসে
শঙ্খচিলের ডানায় নেমে আসে দুঃখের রোদ
মনের আয়নায় নিজের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়
দুঃখী মেয়েটার শরীরী গন্ধ ক্রমশ দুর্লভ হচ্ছে ...


       ********