পরমাণু কবিতা
**********

   কুকথা
   *****


কুকথা বলছে মন্দ লোক
ওসব নিয়ে করো না শোক।



    পূজা পার্বণ
    *******


পূজা পার্বণ হল শেষ
বাঙালী মননে রইবে রেশ।



    শীতের ফুল
   *********


শীত মরশুমে শীতের ফুল
হিমেল বাতাসে দুলছে দোদুল।



    ঠাঁই
   *****


মাথা গোঁজবার নেই ঠাঁই
শীতের দাপটে কষ্ট পাই।



    মন্দ মানুষ
    ******


মন্দ মানুষে পৃথিবী ভরা
ঈশ্বর ওদের দেবেনা ধরা।



    লোডশেডিং
    ******


প্রদীপ এবং মোমবাতি
লোডশেডিংএ ওরাই সাথী।



    অবহেলা
   ******
  
দু’চোখে যাদের নেই আলো
অবহেলা নয়, বন্ধুত্ব ভালো।



     জুয়া
    ****


জুয়া খেলায় হলে রাজি
জীবন হবে জুয়ার বাজি।



   পুতুল খেলা
   *******


জীবনটা নয় পুতুল খেলা
যৌবনে শেষ, যাবে বেলা।


১০
    ঈশ্বর
   ****


শুধুই হাসিতে নয় জীবন
কান্না এলেই ঈশ্বর স্মরণ!


    *****


রচনাকাল – ১৭/১১/২০২০


বি.দ্র -
" আধ খাওয়া চাঁদ " আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হল বুধবার ১৮/১১/২০২০ তারিখে যুথিকা সাহিত্য পত্রিকা থেকে।যারা দেখতে চান তারা এখানে দেখতে পারেন।
https://www.facebook.com/groups/972535529541112/permalink/3296130227181619/