আলো বাতাস নদী মাটি
সবই বিধাতার দান
মানুষ যতই অহং দেখাক
সবই হবে খানখান।


বুকের ভিতর মুক্ত বাতাস
প্রকৃতিই পারে দিতে
অহং দেখালে প্রকৃতি আবার
প্রাণটাও পারে নিতে।


ফসল ফলাও মাটির বুকে
আসল মা হল মাটি
দুমুঠো অন্ন দেবেই মুখে
মাটিটাই হল খাঁটি।


আলো ছাড়া বাঁচবে কীভাবে
দেখবে দুচোখ অন্ধ
চোখ থেকেও পাবে না দেখতে
সুখের দুয়ারও বন্ধ।


প্রভাত আলোয় রামধনু রঙ
প্রকৃতির কাছে পাবে
কথা বলো প্রকৃতির সাথে
তবেই দুমুঠো খাবে।


      *****


রচনাকাল - ২০|০৮|২০২২