পাষাণ প্রতিমা আছে ঘুমিয়ে
মাটির ছোঁয়াতে প্রাণ
আগমনী গান শারদ প্রভাত
সবই মায়ের দান।


কোনো মানুষই অনাহূত নয়
মায়ের সন্তান সবাই
ধর্মের কোনো বাড়াবাড়ি নয়
কেউ হবে না জবাই।


মাটির গায়ে রঙটা দিলেই
প্রাণ পায় প্রতিমা
এই সমাজের অসুর যারা
দেখিও না আর ক্ষমতা।


পায়ের তলায় চিরকাল অসুর
তবুও দেখায় দম্ভ
অসুর দমন হবেই হবে
মা যে একাই কুম্ভ।


পাষাণ প্রতিমায় আছে যে প্রাণ
মাকে তাই করি স্মরণ
অলীক আলোকে মুক্তির স্বাদ
চাই তোমার চরণে মরণ।


       ******


রচনাকাল  - ০১|০৯|২০২২