পথেই পড়ে আছে মানুষ
নজর কারুর নেই
মাড়িয়ে যেতে লাগছে বেশ
হারিয়ে ফেলোনা খেই!


প্রাসাদে আছে সভ্য মানুষ
আছে অগাধ সুখ
মাটির মানুষ পথেই পড়ে
মেটে না তাদের ভুখ!


পথের ধুলোয় উলঙ্গ শিশু
অভুক্ত পেটে ধুঁকছে
বেহাগের সুরে মধুর জীবন
ধনীর শিশুরা হাসছে।


পথ প্রাসাদের দ্বন্দ্ব চিরকাল
গরীব করে লড়াই
প্রাসাদে আছে ধন দৌলত
আছে অহংকারের বড়াই!


ঝলমলে আলো প্রাসাদে জ্বলে
পথের বস্তিতে আঁধার
প্রাসাদ পথকে বলবে কখনো
আমরা তোমাদের ব্রাদার?


   ******  


রচনাকাল – ১৭/০৪/২০২১