ভাঙাচোরা পথে জোনাকির আলো
জ্বলে মিটিমিটি করে
আঁধার পেরিয়ে আলোকিত হবে
আশায় ফিরবে ঘরে।


নষ্ট জীবন খুঁজছে আলো
ঘন আঁধারের বন
হারিয়ে গেছে সুখের বেসাতি
কোথায় আপনজন।


বিধাতা লিখেছে পাথর কাব্য
চেওনা কখনো সুখ
ভালবাসা নেই এই পৃথিবীর
লুকাবে কোথায় মুখ!


নতজানু বসে পাথর রমণী
ওষ্ঠ শুকিয়ে কাঠ
ফিরে গেছে তার প্রেমিক পুরুষ
ধূধূ প্রান্তর মাঠ।


মাটির প্রতিমা মাটিতেই পড়ে
ফিরেও দেখে না কেউ
এক জীবনে এতোই কষ্ট
লেগেছে হাজার ঢেউ।


   ****


রচনাকাল – ০৯/১১/২০২১