বাঁকা হাসি বাঁকা কথা
নয়তো মোটেও ভালো
শিমুল পলাশ বসন্ত দিন
হৃদয় দুয়ার খোলো।


শত্রুকে যদি বন্ধু ভেবে
দাও বাড়িয়ে হাত
ঈশ্বর তোমাকে করবে ক্ষমা
দেখো না কোনো জাত।


মুখের কথার দিও দাম
সব্বাই করবে সম্মান
কথা দিয়ে না রাখলেই
করবে জেনো অপমান।


সুস্থ সমাজ গড়তে এসে
পাবে অনেক বাধা
তোমার কাজের চাইবে হিসেব
সভ্য মানুষই গাধা?


সব মানুষই নয়তো মানুষ
মনটা দেখবে কুটিল
কারোর সুখে হিংসায় জ্বলে
অন্তরে ওরাই জটিল।


নিজেরা ভাবে ভীষণ চালাক
আর সবাই বোকা
পথের কাঁটা সরিয়ে দিতেই
নিজেরাই খাবে ধোঁকা।


          ********


রচনাকাল - ০২/০৪/২০২১