বয়সের ভারে নতজানু মুখ
তবুও চলতে হয়
পিঠের বোঝা কমবে কবে
শরীরে ধরেছে ক্ষয়।


চোখের জ্যোতিতে আঁধার ঘনায়
জোছনার রঙ কালো
অধরা সুখ খুঁজেই মরি
জ্বলবে হৃদয়ে আলো?


সারাটা জীবন পাথরের বুকে
ঠুকেছি কেবল মাথা
নীথর পাথর দেয় নি সাড়া
বেড়েছে বুকের ব্যথা।


হাড় ক'খানা শুধুই সম্বল
দেহে আছে শুধু প্রাণ
আর কতকাল দুঃখ দেবে
কষ্টের করো অবসান।


ভোরের শিশির দেয় ভিজিয়ে  
হৃদয়ের যতো শোক
পাথরেও আছে প্রাণের হদিশ
আজও বিশ্বাস করে লোক।


          *****


রচনাকাল  - ১১/০৩/২০২২