কোকিলের ডাকে ভাঙছে ঘুম
এসেছে ফাগুন ভোর
চোখের কাজলে বেহাগের রঙ
হৃদয়ে দিওনা দোর।


তপ্ত দুপুর সোহাগ নূপুর
বাজছে মধুর সুর
শিমুল পলাশ ফাগুন আকাশ
রেখোনা ওষ্ঠ দূর!


বিয়ের লগন এসেছে দুয়ারে
লজ্জায় আনত আঁখি
ভালোবাসা মন করে আনচান
উড়ছে অচিন পাখি।


দখিনা হাওয়ায় বিভাবরী রাগ
বাজছে হৃদয় মাঝে
নীরব ভাষায় অভিমানী মন
ভাবছি সকাল সাঁঝে।


সুখের জীবন অনুরাগে ভরা
আছে মান অভিমান
দুটি হৃদয়ের শপথের দিনে
চাইবে কেন প্রতিদান!


   ****


রচনাকাল – ০৫/০৪/২০২১