কবিতা  -  ফাগুন ফিরে ফিরে চায়
***********************


আর কতদূর পালাবে
খুঁজছে মানুষ রূপী হিংস্র চিতা
লালসার হাত থেকে নিস্তার নেই
লোভী শয়তানদের গন্ধ তুমি পাও?


তোমার কুমারী শরীরে এসেছে বসন্ত
লুকিয়ে রাখবে কী করে?
পালিয়ে বেড়াবে আর কতদিন  -
বেঁচে থাকতে গেলে একটা লড়াই চাইই চাই।


তুমি ভুলে যেও না তুমি নারী
ফাগুন ফিরে ফিরে চায় ...
তোমারই অজান্তে বেড়ে উঠছে
নারী শরীরের অজানা উৎসব!


দু'পেয়ে জানোয়াররা খুঁজছে কুমারী মাংস
একটু পা পিছলে গেলেই সব হারাবে  -
রাত নামছে বিষণ্ণ ঝাউবনে
তুমি নিদ্রাহীন জেগে থাকো ভয়ে।


বাঁচতে তোমাকে হবেই -
পালাবে আর কতদূর, কতকাল ...
সামনে রুখে দাঁড়াও একবার
দেখবে নতুন ভোর প্রতিক্ষা করছে।


             *********


রচনাকাল  -  ০৫|০৫|২০২০



**********************
       কবিতা  -  ক্লান্ত রোদ্দুর
**********************


আমার নিজের ছায়াকে চিনতে পারি না আজকাল
গায়ে রোদ্দুর লাগলেও নিজের ছায়াটা কেমন আবছা লাগে
সময়টা যেন চুরি হয়ে গেছে মন থেকে।


অতীতটা স্মরণ করতে ভীষণ ভয় করে
হাজার চেষ্টা করেও মরা চাঁদের আলো দেখতে পাই  
সেখানে শুধুই নিজের কঙ্কাল ছাড়া কিছুই নেই।


উঠোনে পড়ে আছে বিকেলের ক্লান্ত রোদ্দুর
চোখে মোটা পাওয়ারের চশমা
ঘোলাটে কাঁচে অতীতটা আরো অস্পষ্ট ...


ছায়া কতটা লম্বা আন্দাজ করতে পারি না
গাছেদের কান্নার শব্দ আজকাল শুনতে পাই
নাকি নিজের গোপন যন্ত্রণার শব্দ।


দুপুর গড়িয়ে যেতেই উঠেছিল ভয়ঙ্কর ঝড়
ভেঙে তছনছ করে দিয়েছে গাছপালা ঘরবাড়ি
কেন বারবার মনে হচ্ছিল নিজের ভেতরেই বইছে প্রলয় ঝড়।


              ***********


রচনাকাল  - ২৬|০৪|২০২০
১৩ই বৈশাখ ১৪২৭ ( অক্ষয় তৃতীয়া )