ভাসান শেষ, মণ্ডপও খোলা হয়ে গেছে
ঢাকিরাও ফিরে গেছে যে যার ঘরে –
সব্বাই কী ঠিকঠাক পেয়েছো পাওনা, বকশিস!


শিউলি ফুলগাছগুলো কেমন যেন নিস্তেজ
গন্ধহীন ফুল মাটির সাথে ক্রমশ মিশে যাচ্ছে
হিমেল বাতাসে ফিসফিস করছে পরিযায়ী পাখিদের উল্লাস...


ডানা ঝাপটায় মধ্যরাতের নিয়ন আলো
গোটা শহরটা চোখ জুড়ে আসছে গভীর ঘুমে
শুধু ঘুম আসে না শহর থেকে ফেরা মানুষগুলোর।


তৃষ্ণায় গলাটা শুকিয়ে আসছে –
তবুও ফিরতেই হবে অনেকটা পথ শহর থেকে দূরে
মফস্বলের টিমটিমে আলোতে অপেক্ষায় ঘরের মানুষ।


দরজার বাইরে হিসহিস করছে ভীষণ অভাব
ঘরে ফেরা মানুষ নিদ্রাহীন শুয়ে থাকে ছেঁড়া বিছানায়
ভোর হোক বা না হোক জীবনটাই আঁধারে ডুবে গেছে।


     *******


রচনাকাল – ০৪/১২/২০২০