একটু পরে উঠবে রোদ
বস্তি ভরা হাসি
ঘরের ভেতর ঢুকছে জল
জমবে বুকে কাশি!


বর্ষা জলে ফুর্তি করে
ডেঙ্গু মশার দল
উদাসী চাঁদ উঁকি মারে
মেঘ করেছে ছল।


বস্তি ভাসে নোংরা জলে
খাবার জলে দূষণ
আকাশ জুড়ে মেঘ রোদ্দুর
বস্তির নেই ভূষণ।


ফেরারি মেঘ হাওয়ায় ভাসে
দুঃখ সুখের দিন
ঘরবাড়ি সব ভাঙছে ঝড়ে
সুখের আশাও ক্ষীণ।


আগমনী সুর আসছে কানে
আশায় বাঁধে বুক
দুর্গা মায়ের কৃপায় সবার
হয় যেন সব সুখ।।


   *****