আলো ভেঙে ভেঙে নেমে আসে অন্ধকার
রোজকার জীবনে এতো আলো ক্ষয় হয় যে
মানুষ ক্রমশ নিঃস্ব হতে হতে ...


উদাসীন পাখি ভাঙা আলো ভেদ করে উড়ে যায়
ঝোপের আড়ালে জোনাকির ক্রমাগত চীৎকার
ঘোর অন্ধকারে জীবনের দুঃখ চাপা পড়ে থাকে।


এক অলিখিত শৈশব হাতছানি দিয়ে ডাকে
রাতের আকাশে নক্ষত্রের ছায়া ক্রমশ উজ্জ্বল হয়
শব্দহীন দীর্ঘশ্বাস স্রোতগামী নৌকার মত লাগে।


জীবনের পরতে পরতে আলোছায়া রোদ্দুর
কখনো আবার মেঘলা দুর্যোগপূর্ণ আকাশ
তবুও মানুষকে বাঁচতেই হবে তার পরম্পরা মেনে।


রাত পাখিরা কেমন করে মিলিয়ে যাচ্ছে মেঘের মধ্যে
হৃদয়ের ফেরিঘাটে দাঁড়িয়ে আছে যমদূত –
অহমিকা ভুলে সব্বাইকে উলঙ্গ যেতেই হবে ফেরিঘাটে।।


                 ******