বিধাতার চোখে ধুলো দিয়ে
বাঁচা কখনো যায়  
ওরে পাগল, আমাকে ফাঁকি
বড্ড হাসি পায়।


কালো টাকা কালো সম্পদ
সবই দেখতে পাই
অহং যত করবি তোরা
দুখের অন্ত নাই।


দেখলি তোরা একটি বছর
দিলাম রোগে ভরে
ভয়ে কেঁপে ঢুকলি কোথায়
আপনি বাঁচার তরে।


যেমন আছিস তেমনি থাক
অহং দেখানো বন্ধ
ঝামেলা যদি বেশি পাকাও
করেই দেবো অন্ধ।


পাচ্ছে হাসি হাসছি তাই
তোরা বড়ই বোকা
আমাকে ফাঁকি দিসনে তোরা
দেবো আবার ধোঁকা!


   ****


রচনাকাল – ০৯/০১/২০২১