বুকটা যেন নীরব  পাথর
জমাট বাঁধা ব্যথা
কান্না হাসি মেঘলা আকাশ
শুনবে হৃদয় কথা!


জানালার পাশে ক্লান্তির ঘাম
লুকিয়ে নীরবে কাঁদে
আধখানা চাঁদ সবই জানে
মনটা পড়েছে  ফাঁদে!


জলের উপর পড়ছে এসে
চাঁদের মলিন ছায়া
লাজুক রাতে স্বপন চুরি
তাই কি এতো মায়া!


ফাগুন হাওয়া থমকে দাঁড়ায়
মেঘের কথা শুনে
ঘাত প্রতিঘাত জীবন খেলায়
কেঁদো না আপন মনে!


ফসিল শরীর এক নিমেষে
পুড়েই হবে ছাই
পাথর বুকটা হালকা হলেই
বাঁচার ঠিকানা পাই!


    *******