ভোরের কুয়াশার হাত ধরে দাঁড়িয়ে বসন্ত
বাতাসে এখনও ঠান্ডার রেশ রয়ে গেছে
শীত যাই যাই করেও বিদায় নেয় নি আজও
সকাল সন্ধ্যায় শীতটা বেশ অনুভব করা যায়।


একঝাঁক সাদা বক দিগন্ত ছুঁয়ে ক্রমশ মিলিয়ে যাচ্ছে
বসন্ত বেলায় যখন রোদ্দুর নেমে আসে সাঁঝের বুকে
তখন হাসি ফুটে ওঠে প্রদীপ শিখার মুখে
দিনের আলোর নিজস্ব অধিকার কেড়ে নেয় বিমুগ্ধ রাত্তির।


ফাগুনের গান গাইতে গাইতে হারিয়ে যায় উদাস বাউল
রাতের অন্ধকার ক্রমশ ঘন হয়ে আসে ক্লান্তির পশরা নিয়ে
জোনাকির মিটিমিটি আলোতে দুচোখে নেমে আসে ঘুম।


কোকিলের কন্ঠে জেগে ওঠে মরমী ভোর
সূর্যের নরম রোদ্দুর ছুঁয়ে যায় ঘাসের বুক
ক্রমশ বেঁচে থাকার মানে খুঁজে পাচ্ছে বিবর্ণ মানুষ।


                 ******


রচনাকাল - ২৩/০২/২০২২