জন্ম দিন মৃত্যু দিন
   ফুলে বাড়ায় শোভা
      লজ্জায় নত নতুন বধূ
         ওষ্ঠে লালিত প্রভা!


ভালোবাসায় প্রথম প্রেম
   গোলাপ তারই অঙ্গ
      ফুল ছাড়া কী ভালোবাসা
          প্রেমিকা ছাড়বে সঙ্গ!


খোঁপায় আছে বেলের মালা
   যাবে বিয়ে বাড়ি
      ফুল ছাড়া কী নারীর সাজ
           সাথে দামী শাড়ি!


ফুল জীবিকায় হাজারো মানুষ
   বাঁচে তাঁদের জীবন
      পরিবার চলে ফুল ব্যবসায়
          সুখে বাঁচার ধরণ!


জন্ম দিনে সারা বাড়ি
   সাজাও বেলুন ফুলে
     শিশুর গলায় সোনার হার
        আছে কেমন ঝুলে!


মৃত্যু হলে শ্মশান ঘাটে
   লাগে ফুলের মালা
      এয়োতি নারীর ভাঙা হয়
          শাঁখা চুড়ি বালা!


হাসি কান্নায় ভরা জীবন
   ফুল চাইই চাই
      ফুলের বিছানায় শুয়ে মানুষ
          হচ্ছে পুড়ে ছাই!

          ****