শিশুর দল খেলছে মাঠে
ছুটছে খুশির টানে
হৃদয় দুয়ার উজাড় করে
হাসছে কলতানে।


অবোধ শিশুদের রেখোনা ঘরে
করো না বন্ধ দ্বার
পাখির মতো উড়ুক ওরা
কমুক মাথার ভার।


অচল মানুষ অচল টাকা
শিশুরা নয় অচল
ছুটবে খেলবে হাসবে গাইবে
তবেই হবে সচল।


শীতের ফুল টগর গোলাপ
হাওয়ায় কেমন দোলে
শিশুরা হল ফুলের কুঁড়ি
পাপড়ির মতো খোলে।


ভোর বাতাসে করে কলতান
সূর্য উঠছে হেসে
শিশুরা গাইছে মুক্তির গান
মানুষকে ভালোবাসে।


       *****


রচনাকাল - ২৫/০১/২০২২