কী লাভ পরজীবীর মত বেঁচে থেকে
মেরুদন্ডহীন জীবন আর সহ্য হয় না
দুটো পা দুটো হাত দিয়েছে ঈশ্বর, তবুও
বেঁচে থাকার মানেটাই কেমন যেন মূল্যহীন হয়ে গেছে।


সবুজ কার্পেটের গালিচাময় জীবন নয় -
কষ্টের রোদ আলিঙ্গন করে বেঁচে থাকা
অন্যের আশ্রয়ে, অন্যের অনুগ্রহ নিয়ে পরজীবী জীবন।


শরতের পেঁজা তুলোর মত ভাসমান সুখী জীবন নয়
পিয়ানোর মধুর মূর্ছনা ভরা জীবন চায় সব্বাই
সূর্যাস্তের শেষ আলোক বিন্দু ছুঁয়ে আছে মানুষের হৃদয়।


রাতের অন্ধকারে পরজীবী জীবনটা তাও সহ্য হয়
কিন্তু দিনের আলোতে বড় বেশি বেমানান লাগে নিজেকে
বুকের পাটাতনে কে যেন দাপাদাপি করে সব সময়
ডুবো জাহাজের ক্যাপ্টেনের মত মাঝ সাগরে অসহায় আত্মসমর্পণ।


শিউলি ফুল ঝরে যাওয়ার মত বিপন্ন সময় -
ভোর হলেই মাটিতে লুটিয়ে পড়বে নীরব অভিমানে
পরজীবী মানুষের জীবন কাব্যে সুখের স্বরলিপি লেখা নেই কোথাও।


         ******


রচনাকাল  - ০২|০৯|২০২১