পরের নিন্দা পরের চর্চা এটাই যেন কাজ
নিজেই যেন সবচেয়ে ভাল নেই তো কোন লাজ!


পরের নিন্দা করার আগে নিজের বিচার করো
পরের ভাল করেই তবে নিজেকে তুলে ধরো!


ভাল মন্দ ভুলেই গেছি কেবলই পরের চর্চা করা
খুব সহজেই পরের নিন্দা কেবলই পরের ভুল ধরা!


এই দুনিয়ায় চায়না কেহই পরের ভাল হোক
পরের ক্ষতিতে হাসছে দেখো সবই মন্দ লোক!


পরের নিন্দায় পরের চর্চায় সব মানুষই ব্যস্ত
রঙিন জীবন খুশির আলো তবুও ভয়ে সন্ত্রস্ত!


পরের নিন্দা ভুলে সবাই মঙ্গল চাও সবার
তোমার গুণও আছে অনেক উজাড় দেবার!


            *****