পোড়া চাঁদ গিলে খায় রাতের যৌবন
সবুজ বনানীর উপর মায়াময় জ্যোৎস্না আলো
শীত ঘুম থেকে জেগে উঠছে রাত জোনাকির দল।


ঝলসানো চাঁদের আলোয় মুগ্ধ সারা দুনিয়া
কলঙ্ক দাগ বুকে নিয়েও অপরূপ সুন্দর –
রাতের অন্ধকার মুছে দেয় পোড়া চাঁদের আলো।


অসুস্থ পৃথিবীর মধ্যে সব চেয়ে সৌন্দর্যময় এই আলো
নষ্ট বালুচরে জ্যোৎস্নার মায়াবী খেলা দেখার মত
শিশিরের নীরব শব্দের মত ছড়িয়ে পড়ে বিশ্ব চরাচরে।


পৃথিবীর কান্না দেখছে পোড়া চাঁদ -
পাণ্ডুলিপি বিবর্ণ অক্ষরের মতো মানুষ খুঁজছে একটা আলোর পথ
জীবনের ক্ষণিক সুখের ভাষা আজও অজানা।


গভীর ঘুমে আচ্ছন্ন অসহায় আধমরা মানুষ
ঝলসানো চাঁদের রূপ দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়ে
পোড়া চাঁদ ক্ষয় হতে হতে মানুষের জীবনের মতো আঁধারেই ডুবে যায়।


          *******