কান্নার খোঁজ নিতেই গিয়ে
কেঁদেছি অনেক কান্না
যাদের জোটে না দু'মুঠো অন্ন
সেখানে মিলেছে পান্না।


মাটির গন্ধ পাবে না খুঁজে
বরফের দেশ সাদা
হৃদয় দুয়ারে মারছে উঁকি
মানুষই ছোঁড়ে কাদা।


কান্না যদি সত্যি হয়
পাবে না সেখানে রঙ
পাথর হৃদয়ে লেখা কাব্য
মানুষ সেজেছে সঙ।


অন্ধ সময় মারছে চাবুক
কান্না হয়েছে বৃথা
পোড়া উপাখ্যান যত্নে রাখি
কমবে বুকের ব্যথা?


হাতের মুঠোয় একমুঠো ছাই
বসন্ত দিনের গান
ছাইগুলো সব চোখেরই জল
হবে চৈত্রেই অবসান।


       ******


রচনাকাল  - ২৮|০৩|২০২২