অভুক্ত জননীর কোলে
পোড়াকাঠ শিশু -
এক্স-রে ছাড়াই দেখা যায়
হাড় জিরজিরে শিশুর ভবিষৎ...
প্রাণটা ধুক্ পুক্  করছে।


শিশুর অন্ন শুকিয়ে গেছে বুকে
যুবতী জননী অসহায় শুধু কাঁদে।
বিংশ শতাব্দী পিছনে পড়ে থাকে
তবুও জননী অভুক্ত -


কোলের বু্ভুখু  শিশু করে  আর্তনাদ
জননীর  চোখ বেয়ে নামে অশ্রু
বুক বেয়ে নামে ফোঁটা ফোঁটা জল
শিশু গাল নাড়ে, জিভ চাটে
একবিংশ শতাব্দী হাসছে -
শিশুও হাসছে ...।


  *****


রচনাকাল - ১৬/০৬/২০০১