রকবাজ ছেলেটা গান গায়
পাঁচিলের ধারে বসে।


মেয়েটা ফ্রক ছেড়ে শাড়িতে -
তীর্থের কাক যেন পাঁচিলে বসে
সকাল ...  বিকেল ...


ভালোবাসা পেতে পুড়ছে হৃদয়
রকবাজ ছেলেকে চায় না কেউ।


ভালোবাসা মাথা ঠুকে মরে
মরমী মন উদাসী হাওয়ায় ভাসে -


যদি কোনদিন উচ্ছিষ্ট ভালোবাসা
একমুঠো ছুঁড়ে দেয়...


তীর্থের কাক যেন পাঁচিলে বসে
সকাল ...  বিকেল ...


    ******


রচনাকাল - ১১/০৯/২০০২