বখাটে ছেলেটা রাত্তিরে বাড়ি ফেরে
বখাটে ছেলেকে পাত্তা দেয় না কেউ -
পাড়ার ছেলেরা মেশে না তার সাথে
তবুও সে থোড়াই কেয়ার করে।


বাড়ির লোকেরা খোঁজ নেয় না তার
মা তবুও রাত্তির জেগে থাকে -
পাড়ার কোনো বিপদে সে
সবার আগে থাকে...


তবুও সে বখাটে ছেলে
বদনাম হয়ে গেছে -
মা কেঁদে বলে
ওটাই আমার লক্ষীসোনা ছেলে...