সব রাতে তারা দেখা যায় না
সব রাতে চাঁদ আলো দেয় না -
সব ফুল সুগন্ধ ছড়ায় না
সব মানুষ তেমনি মানুষ হয় না...


যে রাতে তারা কিংবা চাঁদ
অবিশ্রান্ত আলো ছড়ায় -
যে ফুল সুগন্ধ ছড়ায়
ওরা মানুষ বিচার করে না...


কিন্তু মানুষ, মানুষকে বিচার করে
ধর্ম, রাজনীতি, ভালোবাসা...
কোথায় নয়!
প্রকাশ্য রাজপথে খুন, রাহাজানি -
তবুও ন্যায় বিচার হয় না,
কারণ আমরা সবাই -
বিবেকহীন যন্ত্র মানুষ...