জানি ঠিকানা, আসবো আবার -
কেঁদোনা আম্মিজান...
তোমাকে ছাড়া কী থাকতে পারবো
আমি যে - তোমারি বুকের জান।


কবিতাকে তুমি বিদায় বলেছো
কেন গো আম্মিজান?
কবিতা আর আমি (বেবি) এক হয়ে গেছি
কবিতা তোমারি প্রাণ।


কিছুদিন পরে যাবে লোকে ভুলে
তোমার ছোট্ট বেবি কে...
ভুলবে না কভু তোমার সৃষ্টিকে
অক্ষত হবে জগতে...


জন্মান্তর বলে যদি কিছু থাকে
আবার আসবো ফিরে...
জন্ম নেবো এই ধরাতলে
তোমারি মাতৃক্রোড়ে।।


       ******


( কবি মালিহা খানের প্রতি গভীর সমবেদনা ।
      - এ কবিতা তার বেবির লেখা)


রচনাকাল - ০৭/০৭/২০১৫