আলোর নীচে দাঁড়িয়ে এক নারী
স্বল্প বাসে, চোখে কাজললতা
ঠোঁটে মোহিনী হাসি –


ফুটপাতে চলে সহস্র জনতা
বাঁকা চোখে তাকায় কামুক পুরুষ…
হিসেব নেই তার শরীর বিক্রি খেলা –


গভীর রাতে ফেরে যখন বাড়ি
ক্লান্ত শরীর খোঁজে একটু সুখ
মরুভূমিতে যায় কি পাওয়া
মরূদ্যানের সুখ...


    ******