শরীরের আরাম কেড়ে নেয় শ্রম
উপায় নেই আয়েষ করার –
ক্ষুধার্ত পরিবার পথ চেয়ে বসে…
ঘাম, রক্ত – জল হয়
গলা শুকিয়ে কাঠ –


অবসন্ন শরীরটা ছেড়ে দেয়
প্ল্যাটফর্মের উপর…
রাতের শেষ ট্রেনটা আসতে
সামান্য কিছুটা বাকী,
অল্প সময়ে চোখ জুড়ে আসে –


হঠাৎ ট্রেনের শব্দে
ঘুম ভেঙে যায় –
ধড়ফড়িয়ে চেয়ে দেখে
রাতের শেষ লোকাল ট্রেন
প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে…


ডুকরে কেঁদে ওঠে সে
পরিবারের মুখগুলো ভেসে ওঠে –
ট্রেনটা ধীরে ধীরে মিলিয়ে যায়
রাতের অন্ধকারে…


    ******