শ্রাবণ ধারায় ভেসে গেছে চরাচর
পাকা রাস্তায় এক বুক জল –
মাটির বাড়ি গিয়েছে জলের তলায়…


বিপদ সীমার উপর দিয়ে
বইছে বহু নদী …
মাথা গোঁজবার নেই কোথাও ঠাঁই -


বন্যার জলে ভাসছে চারিধার
প্রকৃতির একি নিঠুর নিধন খেলা
ভেসে যায় কতো মৃত কিংবা
জীবিত প্রাণীর দল...


জীবিত যারা তারাও মৃতপ্রায়
প্রকৃতির ভয়াল গ্রাসে
জল-স্থল একাকার…