একমাত্র তুমিই বলেছিল
আমি পারবো...
অন্য সবাই বলেছিল – অপদার্থ


সেদিন শুধুই তোমার বিশ্বাসকে
আশ্রয় করে নেমেছিলাম পথে
আজ পথই আমাকে দিয়েছে
প্রাপ্য সম্মান...
তোমার বিশ্বাসের মর্যাদা।


শিশির বিন্দুর মতো নিঃশব্দে
পথ চলেছি শত সহস্র
উপহাস, অবহেলা পাথেয় করে -


দুর্গম পথে শরীর হয়েছে ছিন্নভিন্ন
দাঁতে দাঁত চেপে করেছি লড়াই
একা একা...


বিভেদের দেওয়াল দিয়েছি ভেঙে
মানুষকে পৌঁছে দিয়েছি
মানুষের মনের মণিকোঠায় -


আজ এই সুদিনে মনে পড়ছে তোমাকে
তোমার অভয়বাণী –
তুমি পারবে, নিশ্চয় পারবে...