কোনো এক শ্রাবণ সন্ধ্যায়
ফুটপাতে ছিলে দাঁড়িয়ে -
অঝোর ধারায় ঝরছে বারিধারা
ভিজছে তোমার সোনা বরণ শরীর
তুমি অনন্যা রূপসী কন্যা
হতবাক পথচারী আবাল-বৃদ্ধ-বনিতা...


দেখেছি তোমার বৈদিক সারল্য
পূর্ণিমা রাতে ছিলো না আকাশে চাঁদ
শ্রাবণ সন্ধ্যায় পূর্ণিমা চাঁদ হয়ে
ছিলে তুমি ফুটপাতে দাঁড়িয়ে -
গাড়ি আসতেই উঠে গেলে


মনে হল পূর্ণিমা রাতে
ঘোর অমানিশি নেমে এলো...