আজি এই দিনে প্রণমি তোমায়
হে বিশ্ব কবি -
বাইশে শ্রাবণ তোমার প্রয়াণে
বিশ্ববাসী শ্রদ্ধায় মাথা নমি।


হে জ্যোতির্ময় পুরুষ
তোমার অমর লেখনীতে
তুমি মহীরুহ...
এক আলোকবর্ষ হতে
আর এক আলোকবর্ষ -
তোমার সৃষ্টিতে তুমি অমলিন।


তোমার সোনার কাঠির স্পর্শে
জেগে ওঠে আসমুদ্র হিমাচল
ভারতের জাতীয় সংগীত
তোমারি অমর সৃষ্টি।


কি বৈশাখে, কি শ্রাবণে
তুমি রবে বিরাজমান
সব জাতি ধর্মের উর্দ্ধে,
হে বিশ্ব কবি, হে মহামানব -
কবিগুরু তুমি অমর
সকল বিশ্ববাসীর প্রাণে।।